30 টি সেরা শুভ বিজয়ার শুভেচ্ছা |Subho Bijoya Dashami Wishes

Subho Bijoya 2022

“গচ্ছ গচ্ছ পরম স্থানং স্বস্থানম পরমেশ্বরী ,যৎ পূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তুমে…… “

মন্ত্রের সুরে ও সিঁদুর খেলার মধ্য দিয়ে আবারো এক বছর এর অপেক্ষা শুরু। শত মন খারাপের মধ্য দিয়ে আজ ঘরের মেয়ে উমার বিদায়ের বেলা। দেবী দুর্গা অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। তাই দশমী মানেই বিজয়া দশমী । শ্রেণী, ধর্ম এবং জাতিগত বিভাজন এর হিংসা বিদ্বেষ ভুলে একে অপরকে কোলাকুলি ও বিজয়ার শুভেচ্ছার মধ্য দিয়ে পালিত হয় বিজয়ার আনন্দ (UNESCO)। তাই আজ বেঙ্গলি স্ট্যাটাস ব্লগ আপনাদের প্রিয় মানুষদের জন্য নিয়ে এসেছে একগুচ্ছ বিজয়ার শুভেচ্ছাবার্তা।

শুভ বিজয়ার (Subho Bijoya) শুভেচ্ছা বার্তা:-

শুভ বিজয়া - Subho Bijoya 2022
1. আজ মায়ের ফেরার পালা, শুভেচ্ছা জানাই এই বেলা।
 ঢাকের ওপর ছিল কাঠি, পূজা হল জমজমাটি।-শুভ বিজয়া
2. অনেক স্বপ্ন পূরণ করে, মা চলে যান কোন সুদূরে;
 মা-এর আসা, মা-এর যাওয়া ; নতুন খুশির নতুন হাওয়া
 দুঃখ করে লাভ কি তবে, আসছে বছর আবার হবে- শুভ বিজয়া
3. কুর কুর কুর বাজে ঢাক, কৈলাস যে দিলো ডাক, 
শুরু হবে সিঁদুর খেলা, দেবীর যে আজ যাওয়ার পালা
বোধন থেকে বিসর্জন ভালো রেখো মা সবার মন - শুভ বিজয়া
4. সুখের স্মৃতি রেখো মনে, মিশে থেকো আপনজনে। 
 মান অভিমান সকল ভুলে, আসার প্রদীপ রেখো জ্বেলে। 
মা আসবে এই আশা রেখে, সবাই মিলে থেকো সুখে। -শুভ বিজয়া
5. দশমীর এই সন্ধ্যেবেলা শুরু হলো সিঁদুর খেলা,  
মায়ের ঘরে ফেরার পালা, চোখের জলে বিদায় বেলা,  
মায়ের হল সময় যাবার, আসছে বছর আসবে আবার, 
মিষ্টিমুখে বরণ করে নিয়ে চলো মাকে নদীর ধারে, -শুভ বিজয়া  
6. ভালো থাকা ভালোবাসা, ভালো মনে কিছু আশা।  
বেদনার দূরে থাকা, সুখের-স্মৃতি ফিরে দেখা।  
বোধন থেকে বরণডালা, বিজয়া মানে এগিয়ে চলা। - Subho Bijoya
 ভালো থাকা ভালোবাসা, ভালো মনে কিছু আশা। বেদনার দূরে থাকা, সুখের-স্মৃতি ফিরে দেখা। বোধন থেকে বরণডালা, বিজয়া মানে এগিয়ে চলা। - Subho Bijoya
7. মনে বিষাদের সুর নিয়ে জানাই মা-কে বিদায়, 
এসো মা বছর বছর এরকমই আনন্দ ও সুখের ডালি নিয়ে।-শুভ বিজয়া
8. বাজে ঢোল, বাজে ঢাক, শুনে সবার লাগে তাক। বিসর্জনে সবাই যাবে, হাসি কান্না দুই পাবে। সুখ, দুঃখ মিলে মিশে, শুভ বিজয়া জানাই শেষে। - শুভ বিজয়া
9. পুজা শেষ অলি গলি, মা বলে চলি চলি , 
ভাসান হবে ফাটাফাটি, বিজয়া সারার হুটপাটি, 
এটা সবার নতুন ধারা, SMS এ বিজয়া সারা। 
শুভ বিজয়া দশমী
10. সুখ আনন্দ পুজো মানে, আড্ডা জমায় পুজোর গানে।
কাটুক ভালো সবার, বছর জুড়ে এই অপেক্ষার। - Subho Bijoya

11. হলো শেষ এবার পূজা, মিষ্টি রেসে ঢাকের বাজনা।
বাঁধি নতুন আশা, পূরণ হোক সবার ইচ্ছা। - শুভ বিজয়া
12. পুজোর দিনের খুশির হাওয়া, চার দিনেতে পেরিয়ে যাওয়া , 
 মায়ের যাওয়ার দিন হলো আজ, শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া; 
মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আয়ে মা চলে- শুভ বিজয়া
13. প্রণাম বড়দের, প্রীতি ও শুভেচ্ছা বন্ধুদের। ছোট্ট ছোটদের ভালোবাসা,দশমীর শুভেচ্ছা এই বেলা ।- Subho Bijoya
14.ঢাকের কাঠির বিদায় সুরে, উদাস করে মন,
চললেন মা মহামায়া,আজকে বিসর্জন।- শুভ বিজয়া
15. যাবার পালা আজকে মায়ের, পূজোর ডালা সঙ্গ করে।
আশা রবে এই মনেতে, আসছে বছর আবার হবে।- শুভ বিজয়া
16. এই কামনা করি মনে সুখ সমৃদ্ধি ফিরে আসুক আপনার পরিবারে,
শুভ বিজয়া জানাই সকলকে।
17. জীবনের সমস্ত নেতিবাচক শক্তি এই বিজয়া দশমীতে বিলীন হোক ।- শুভ বিজয়া
18.নতুন রূপ দাও জীবনকে,
কাম,ক্রোধ,মোহ ও অহংকার এই পাঁচ চির শত্রুর উপর জয় লাভ করে আজকে।- শুভ বিজয়া
19.আগামী দিন ভালো কাটুক,
সকলকে ভালোবাসা অভিনন্দন - Subho Bijoya
20. আনন্দে ভরে উঠুক সবার জীবন,
মা দুর্গার আসছে করি এই আবাহন।
শুভেচ্ছা জানাই অনেক অনেক,
সকলকে জানাই বিজয়া দশমীর শুভ মুহূর্তে'। - শুভ বিজয়া
21.জড়িয়ে চরণ প্রণাম জানাই,
মা দুর্গার বিদায় বেলায়। - শুভ বিজয়া
জড়িয়ে চরণ প্রণাম জানাই, মা দুর্গার বিদায় বেলায়। - শুভ বিজয়া Subho Bijoya
22. বিদায় রজনী দশমীর শেষে, উলু ধ্বনি আর ঢাকের কাঠিতে।
অবসাদে আর দুঃখে, পুজোর পরে চার দিনেতে,
মা যাচ্ছে স্বামীর ঘরেতে'। -শুভ বিজয়া
23. উঠুক জীবন ভালোবাসায় ভরে, আসুক আনন্দ সবার ঘরে।
থাকুন সুস্থ সকলে, মায়ের আশীর্বাদ থাকুক সকলের উপরে'। - শুভ বিজয়া
24. বিজয় দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে,
মনোবাসনা পূর্ণ হোক সকলের, সুস্থ থাকো ভালো থাকো সকলে। - Subho Bijoya
25. আশীর্বাদে দেবী দুর্গার,
জীবনে চির সুখ ও শান্তি আসুক তোমার।
রাস্তা সব সাফল্যের, খুলে যাক তোমার জন্যে' ।- শুভ বিজয়া
26. এবার মাগো বিদায় তবে, আসছে বছর আবার হবে,
সবাইকে মা রাখিস সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে. - শুভ বিজয়া
27. ক্লান্ত মনে জানাই শুভ বিজয়া,
একটুখানি চাওয়া আর একটি বছরের অপেক্ষা। - শুভ বিজয়া
28. মিলে গেল ঢাকের বাদ্যি, অস্তাচলে আলো,
সিদুর আজ রাঙিয়ে তুলে, যেন তিলোত্তমা পূর্ণতা পেল'। - শুভ বিজয়া
মিলে গেল ঢাকের বাদ্যি, অস্তাচলে আলো, সিদুর আজ রাঙিয়ে তুলে, যেন তিলোত্তমা পূর্ণতা পেল'। - শুভ বিজয়া Subho Bijoya
29. মলিন হলো সবার হাসি, মৃদু হলো ঢাকের কাঠি।  মিষ্টিমুখে হোক বিজয়া, সুখে রাখিস সবাইকে মা'। - Subho Bijoya
 30. সবার প্রতি আমার ভালোবাসা, একটি সুন্দর বছরের অপেক্ষা। গুরুজনদের প্রতি আমার প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা'।- শুভ বিজয়া 

বেঙ্গলি স্ট্যাটাস এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই শারদীয়া Durga Puja 2022 এর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আগামী দিন গুলো সকলের সুস্থ ও সফল হোক। শুভ বিজয়া

জয় মা দূর্গা 🙏

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *