দুর্গা পূজা নির্ঘণ্ট 2022 | Durga Puja 2022 Nirghanta

“নমঃ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকেগৌরি নারায়ণী নমোহস্তুতে।…….”

মন্ত্রের সুরে ও শরতের কাশফুলের দোলায় অবশেষে একটি বছরের অপেক্ষার অবসান। আগমনীর সুরে আগমন ঘটছে আমাদের মা দুর্গার। হিন্দু শাস্ত্রমতে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন। কিন্তু রাম-রাবণের যুদ্ধের প্রাক্কালে প্রভু রামচন্দ্র শরৎকালে মা দুর্গার আরাধনা করেছিলেন। অকালে পুজো হয়েছিল বলে এই পুজোর আরেক নাম “অকালবোধন” । প্রসঙ্গত 2021 সালের ডিসেম্বরে ইউনেস্কো ( UNESCO ) তাদের রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তালিকায় স্থান দিয়েছে বাঙ্গালির এই সব থেকে বড় উৎসবকে।
আসুন জেনে নিই বাংলার ১৪২৯ তথা ইংরেজির 2022 ( Durga Puja 2022 ) সালের দুর্গাপুজোর সময়সূচী (বেনীমাধব শীলের পঞ্জিকা অনুসারে) ।

আরও পড়ুনঃ Kojagori Lokkhi Puja 2022 | সময় ও তারিখ ২০২২

Durga Puja 2022 Nirghanta

বিশেষ দিনপঞ্জি (Durga Puja 2022)

নির্ঘণ্টতারিখবার
মহালয়া ৮ই আশ্বিন ইং- ২৫ সে সেপ্টেম্বররবিবার
মহা ষষ্ঠী ১৪ই আশ্বিন ইং- ১লা অক্টোবরশনিবার
মহা সপ্তমী ১৫ই আশ্বিন ইং- ২রা অক্টোবররবিবার
মহা অষ্টমী ১৬ই আশ্বিন ইং- ৩রা অক্টোবরসোমবার
মহা নবমী ১৭ ই আশ্বিন ইং- ৪ঠা অক্টোবরমঙ্গলবার
বিজয়া দশমী ১৮ই আশ্বিন ইং- ৫ই অক্টোবরবুধবার
Durga Puja 2022 Nirghanta

দেবীর আগমন ও গমন

এবারে দেবী দুর্গার আগমন গজে অর্থাৎ হাতিতে। ফল – শস্য পূর্ণা বসুন্ধরা

দেবীর কৈলাসে গমন নৌকায়। ফল- শস্য পূর্ণা ও জলবৃদ্ধি

মহালায়া

এবারের মহালয়া ৮ই আশ্বিন ইং- ২৫ সে সেপ্টেম্বর (রবিবার) ।

মহা ষষ্ঠী (Durga Puja 2022)


এবারের দূর্গা পূজার মহা ষষ্ঠী ১৪ই আশ্বিন ইং- ১লা অক্টোবর ( শনিবার)
মহাষষ্ঠীর সময় রাত্রি ৮টা ৩৭ মিনিট পর্যন্ত।

সায়নংকালে দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস।


মহাসপ্তমী (Durga Puja 2022)


মহা সপ্তমী ১৫ই আশ্বিন ইং- ২রাঅক্টোবর (রবিবার)।
সপ্তমীর সময় সন্ধে ৬টা ২২ মিনিট পর্যন্ত।
সপ্তমীর দিন দেবীর নবপত্রিকার প্রবেশ ও ঘট স্থাপন। রাত্রি ঘ ১১ঃ৩ গতে ১১ঃ৫১ মধ্যে শ্রীশ্রী দেবী দুর্গার অর্ধরাত্রবিহিত পূজা।
এবারে দেবী দুর্গার আগমন গজে অর্থাৎ হাতিতে। ফল – শস্য পূর্ণা বসুন্ধরা।


মহা অষ্টমী (Durga Puja 2022)


মহা অষ্টমী ১৬ই আশ্বিন ইং- ৩রা অক্টোবর (সোমবার)।
মহা অষ্টমী অপরাহ্ন ঘ ৪।০ পর্যন্ত।

সন্ধিপূজা


সন্ধিপূজা শুরু হবে বিকেল ৩টে ৩৬ মিনিটে এবং এবং শেষ হচ্ছে ৪টে ২৪ মিনিটে।

অপরাহ্ন ঘ ৪।০ গতে বলিদান। ৪।২৪ মধ্যে সন্ধিপুজা সমাপন ।


মহা নবমী (Durga Puja 2022)


মহা নবমী দিবা ঘ ১।৩৪ পর্যন্ত।
মহা নবমীতে নব পত্রিকার ব্রত সমাপ্ত হচ্ছে।


বিজয়া দশমী (Durga Puja 2022)


বিজয়া দশমী ১৮ই আশ্বিন ইং-৫ই অক্টোবর ( বুধবার)।
বিজয় দশমীর সময় দিন ১১ টা ১১ মিনিট পর্যন্ত।
কিন্তু কালা কালবেলানুরোধে দিন ৮টা ৩০ মিনিট এর মধ্যে বিজয়া দশমী পূজার সময় এবং দেবীর বিসর্জন।

দেবীর কৈলাসে গমন নৌকায়
ফল শস্য পূর্ণা ও জলবৃদ্ধি

কুলানুচারে বিসর্জনান্তে দেবীর অপরাজিতা পূজা।

জয় মা দূর্গা 🙏🙏

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *