সরস্বতী পূজা ২০২৩: তারিখ, সময় ও মন্ত্র|Saraswati Puja 2023

সরস্বতী পূজা ২০২৩ (Saraswati Puja /Basant Panchami 2023): তারিখ, সময় ও মন্ত্র (Date,Time and Mantra):

হিন্দু শাস্ত্র মতে বিদ্যা, জ্ঞান ও সংগীতের দেবী মা সরস্বতী। মাঘ মাসের পঞ্চমী তিথিতে বাগদেবীর পুজো হয়ে থাকে, তাই এই তিথিকে বসন্ত পঞ্চমী ও বলা হয়ে থাকে। শিক্ষার্থী এবং কলা-কৌশলীদের কাছে এই দিনটি খুবই স্পেশাল। শিক্ষার্থীরা তাদের একাডেমিক জীবনে আরও ভালো ফল লাভের জন্য এবং কলা প্রেমীরা তাদের শিল্প-শৈলীকে আরো সুন্দর করে তোলার জন্য দেবী সরস্বতীর পুজো করে থাকেন। চলুন জেনে নিই ২০২৩ সালের মা সরস্বতীর পূজার দিন, সময় ও মায়ের মন্ত্র

সরস্বতী পূজা ২০২৩ (Saraswati Puja 2023)

চলুন জেনে নিই ২০২৩ সালের সরস্বতী পূজা এর তারিখ শুভ সময়:

সরস্বতী পূজা ২০২৩ তারিখ (Saraswati Puja 2023 Date)

২০২৩ সালের সরস্বতী পুজো: বাংলার ১৪২৯ সালের ১১ই মাঘ বৃহস্পতিবার, ইংরেজির ২৬ শে জানুয়ারি (26 th January) 2023।

সরস্বতী পূজা ২০২৩ শুভ সময় (Saraswati Puja 2023 Time)*

  • পঞ্চমী শুরু : ১০ই মাঘ ২৫ শে জানুয়ারি সন্ধ্যা ৬:২২ মি: (06:22 PM) থেকে।
  • পঞ্চমী শেষ: ১১ ই মাঘ ২৬ শে জানুয়ারি অপরাহ্ন ৪:৪০ (04:40 PM) মি: পর্যন্ত।
  • শুভ মুহূর্ত: ১১ই মাঘ দুপুর ২:৩৩ (02:33 PM)এর মধ্যে।

সরস্বতী পূজার মন্ত্র (Saraswati Mantra)

এবার চলুন জেনে নিই সরস্বতী পূজোর পুষ্পাঞ্জলী মন্ত্রপ্রণাম মন্ত্র:

সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র (Saraswati Puspanjali Mantra) :

“ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।”

-এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেবেন।

সরস্বতী পূজার প্রনাম মন্ত্র (Saraswati Pronam Mantra):

“নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।”

Saraswati Puja 2023 | তারিখ ও শুভ সময় | সরস্বতী পূজা ২০২৩
Saraswati Puja 2023

*এখানকার সমস্ত তথ্য অভিজ্ঞ পুরোহিতদের মত অনুযায়ী। ভিন্ন ভিন্ন স্থানে, ভিন্ন ভিন্ন পুরোহিত এর মত আলাদা হতে পারে ,যার জন্য বেঙ্গলি স্ট্যাটাস ব্লগ কোনোভাবেই দায়ী নয়। যে কোন পূজার্চনার আগে আপনার নিকটবর্তী অভিজ্ঞ পুরোহিতদের সাথে যোগাযোগ করুন।

আরও পড়ুনঃ Bhai Phota 2022: তারিখ ও শুভ সময়

FAQ (সরস্বতী পূজা):

  1. 2023 এর সরস্বতী পূজা কবে?

    Ans: 2023 এর সরস্বতী পূজা ১১ই মাঘ বৃহস্পতিবার, ইংরেজির ২৬ শে জানুয়ারি

  2. সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র কি?

    “ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
    বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
    নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
    বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
    এস সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।”

  3. সরস্বতী পূজার প্রনাম মন্ত্র কি?

    “নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
    বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
    জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
    বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।”

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *